নানা আয়োজনের মধ্য দিয়ে কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় এবং কালকিনি পৌরসভার আয়োজনে দিবসটি পালন করা হয়।
শনিবার ১১টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি বিষয়ক শিক্ষিকা খাদিজা রিপার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
আলোচনা সভায় বক্তারা সমাজ ও দেশ উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হোসাইনসহ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Share this content:
Post Comment