গণহত্যা দিবসে কালকিনিতে ঐতিহাসিক ‘লালপোলে’ মোমবাতি প্রজ্জ্বলন

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ভূরঘাটায় ঐতিহাসিক ‘লালপোলে’ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় পৌর এলাকার ভুরঘাটা-কালকিনি সড়কের ঐতিহাসিক লালপোল বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ সাংবাদিক বৃন্দ।
১৯৭১ সালের এই দিনে পাকসেনারা বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালিদের ধরে নিয়ে এই লালপোলের ওপর গণহত্যা চালায়। বাঙালিদের রক্তে রঞ্চিত হয় ব্রিজটি। সেই সময় থেকে এই ব্রিজটি লালপোল নামে পরিচিত।
Share this content:
Post Comment