Loading Now

বাকেরগঞ্জে পরীক্ষা হবে সুষ্ঠু ও নকলমুক্ত …ইউএনও রুমানা আফরোজ ৷

print-news বাকেরগঞ্জে পরীক্ষা হবে সুষ্ঠু ও নকলমুক্ত ...ইউএনও রুমানা আফরোজ ৷

 

মোহসীন মোল্লা বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা ৷

বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেছেন ২০২৫ সনের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৷ তিনি বলেন, কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷ রুমানা আফরোজ বলেন, বাকেরগঞ্জে মোট ১৩টি পরীক্ষা কেন্দ্র মোট ৬ হাজার১৭১জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন ৷ প্রতিটি কেন্দ্রে ২জন করে মোট ২৬ জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে ৷ তিনি এ অধিদপ্তরের আওতাধীন সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ৷ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে চলেছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ৷

বাকেরগঞ্জে মাধ্যমিকের ৯টি, দাখিল মাদ্রাসার ৩টি ও কারিগরির ১টিসহ মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ কেন্দ্রগুলো হলো ১৷ বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় ২৷ বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৩৷ কলসকাঠী বিএম একাডেমী ৪৷ চরামদ্দি ডব্লিউ.কে মাধ্যমিক বিদ্যালয় ৫৷ গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬৷ কাকরধা একেএম ইনস্টিটিউশন ৭৷ চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় ৮৷ মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ৯৷ বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১০।কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয় ১১। চরমদ্দি খান ফজলে রব চৌধুরী আলিম মাদ্রাসা ১২। রোকন উদ্দিন ইসলামিয়া সালেহীয়া ফাজিল মাদ্রাসা ১৩। বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ ৷ কেন্দ্রগুলোতে মোট ৬ হাজার ১৭১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে ৷

উল্লেখ্য এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনে ওই পরিপত্রে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই পরিপত্রটি সব বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সব জেলা প্রশাসকদের পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। কোনো পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে আসলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে। দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া বা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া যাবে না।

কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না বলেও পরিপত্রে জানিয়েছে শিক্ষা মন্ত্রণায়ল।

কেন্দ্রের কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীরা ‘প্রোগ্রামেবল’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তবে ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফেক ক্যাকুলেটর ব্যবহার করার সুযোগ পাবেন তারা।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ