Loading Now

সীতাকুণ্ডে সাবেক দুই এমপিসহ ১৩৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

print-news সীতাকুণ্ডে সাবেক দুই এমপিসহ ১৩৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাবেক দুই এমপি, এক ইউপি চেয়ারম্যানসহ সুনির্দিষ্ট ৫৩ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে অহিদুল ইসলাম চৌধুরী নামে এক বিএনপি নেতা মামলা দায়ের করেছেন। শনিবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি রেকর্ড হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া পরিষদের সভাপতি, সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলাম চৌধুরী শরীফের বাড়িতে গত ২০১৩ সালের ২৮ আগস্ট থেকে ২০২২ সালের ১২ জুলাই পর্যন্ত ৬ বার হামলা, ভাঙচুর ও হত্যার হুমকিসহ নানা ঘটনা ঘটে।

এসব ঘটনায় চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি এসএম আল মামুন ও সাবেক এমপি দিদারুল আলমের নির্দেশে সংঘটিত হয় বলে অভিযোগ করে শরীফ জানান, সেই সময় প্রভাবশালীদের ভয়ে তিনি এলাকা ত্যাগ করেছিলেন বলে মামলা করার কোনো সুযোগ পাননি। এখন তিনি থানায় এসে তার ওপর সংঘটিত নির্যাতনের প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছেন। এতে সাবেক এমপি এসএম আল মামুনকে ১নং ও সাবেক এমপি দিদারুল আলমকে ২নং আসামি, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামকে ৩নং, বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন ৪নং আসামিসহ সুনির্দিষ্ট ৫৩ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী অহিদুল ইসলাম চৌধুরী , ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বমোট পাঁচবার হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতদিন নিরাপত্তাহীনতার কারণে মামলা দায়ের করতে পারিনি। রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় সুবিচারের আশায় মামলাটি দায়ের করি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে দৈনিক যুগান্তরকে বলেন, বারৈয়ারঢালা ইউনিয়নের অহিদুল ইসলাম চৌধুরীর দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ নামীয় ৫৩ জন এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ