Loading Now

বরিশালে শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলার আবেদন

print-news বরিশালে শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ দেড় হাজার জনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের জন্য দশ পাতার লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার বাদি হয়ে এ মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার ও কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

ওসি জানান, বুধবার দিবাগত রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এজন্য সময়ের প্রয়োজন।

দশ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপির শোক র‌্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে।

বিএনপির ওই কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনিার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে বাদি ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল ফোন, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বরিশালের সিটি করপোরেশনের অপসারিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের নাম রয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ