কালকিনিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কমিটি গঠন

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে “বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার এসোসিয়েশন” কালকিনি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে লক্ষ্মীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আলী আকবরকে সভাপতি ও শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আনিসুল রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটি ঘোষনা করা হয়। পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেয়া হয়।
শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির অনুমোদন করেন মাদারীপুর জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মেম্বার এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল খন্দকার।
উক্ত কমিটিতে সহ সভাপতি রুহুল আমীন বেপারী, বাচ্চু মিয়া সহ সভাপতি, বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক রুমা বেগম (বাঁশগাড়ী ইউনিয়ন), ও আছমা আক্তারকে সহ মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি মেম্বার আলি আকবর বলেন, এই কমিটি সকল মেম্বারদের অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একজন আরেকজনের পাশে দাড়াতে পারি সেজন্য আমি সকালে সহযোগীতা ও দোয়া কামনা করি।
Share this content:
Post Comment