জাতীয়করণকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক হলেন অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয়করণকৃত কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল। সদস্য সচিব হয়েছেন সিলেটের মদন মোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমেদ।
রোববার (১৬ মার্চ) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে সারাদেশ থেকে আগত শিক্ষকদের সম্মাানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ‘বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে নির্বাচিত সরকার’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, তফাজ্জল হোসেন বাদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ বাল্কহেড নৌ মালিক সমিতির সভাপতি।
Share this content:
Post Comment