কালকিনিতে ঈদেও বিরামহীন সেবা দিয়ে যাচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

সাহাদাত ওয়াসিম, কালকিনি উপজেলায় প্রতিনিধি
ঈদের ছুটিতে সারাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান গুলো যখন বন্ধ ,মানুষ নিজ বাড়িতে দীর্ঘদিনের ছুটি পেয়ে আনন্দ উপভোগ করছে ,তখন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো সাধারণ জনগনের প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা নিশ্চিত করতে সেবা কেন্দ্রে সার্বক্ষনিক অবস্থান করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা সহ অন্যান্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ,পরিবার কল্যাণ পরিদর্শিকাগন।
জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে দিন রাত সেবা দিয়ে যাচ্ছে মাদারীপুর জেলার সদর, কালকিনি ও ডাসার উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তথ্যমতে, এই ঈদুল ফিতরের ছুটিতে শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩টি, বাঁশগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি, ডাসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ টি, ডাসার মা ও শিশু কল্যাণ কেন্দ্র সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩ টি , জেলা মাতৃমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৭ টি ও পেয়ারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি ডেলিভারি সম্পূর্ণ করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব মাদারীপুর সদর, ডাসার উপজেলা মোহাম্মদ আবদুর রহমান জানান, আমাদের সেবা কেন্দ্র গুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগন এই ঈদের ছুটিতে ও সার্বক্ষণিক সেবা নিশ্চিত করেছেন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো এখন মানুষের আস্থাযোগ্য অন্যতম সেবা প্রতিষ্ঠান।পাশাপাশি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ও জরুরি সেবা কার্যক্রম চালু ছিলো।
স্থানীয় জনগন বিনামূল্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা পেয়ে অনেক খুশি। এতে করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। পরিবার পরিকল্পনা ,মা ও শিশু স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান গুলো বিশেষভাবে কাজ করে যাচ্ছে।
তবে বেশ কিছু ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ শূন্য ,শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিলে সাধারণ জনগন আরো ও উপকৃত হবে এবং প্রান্তিক জনগণের দৌড়গোড়ায় সেবা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিনামূল্যে ডেলিভারি কীট সরবরাহ করা জরুরি। প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ।
Share this content:
Post Comment