Loading Now

কালকিনিতে নগর মহাপরিকল্পনা  কর্মশালা অনুষ্ঠিত

print-news কালকিনিতে নগর মহাপরিকল্পনা  কর্মশালা অনুষ্ঠিত

IMG-20241017-WA0006-300x225 কালকিনিতে নগর মহাপরিকল্পনা  কর্মশালা অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ

গর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় নগর মহাপরিকল্পনা প্রনায়নে কালকিনি পৌরসভায় মতবিনিময় কর্মমালা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কালকিনি পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়মে কর্মশালায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক উত্তম কুমার দাশ।

পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসকেএম শিবলী রহমান,  কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর<span;>, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল কুমার দাশ, আরবান সিনিয়র প্লানার আইজিইউপি প্রকল্প বিবি খাদিজা, কনসালটেন্ট আরবান প্লানার আইজিইউপি প্রকল্প কে.এম. আবুল বাশার সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ