Loading Now

নিউজ প্রকাশের পর সরকারী খালে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন

print-news নিউজ প্রকাশের পর সরকারী খালে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন

inbound1065829612307112908-300x225 নিউজ প্রকাশের পর সরকারী খালে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে কালকিনি-সমিতিরহাট রোডে শিকারমঙ্গল ইউনিয়নের মৌলভী কান্দি এলাকায় সরকারী খালের উপর বাঁধ দিয়ে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে, এতে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার সঙ্কা প্রকাশ স্থানীয় কৃষকদের। এমন নিউজ মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

গত বৃহস্পতিবার (৯জানুয়ারী) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম

এসময় ওই অবৈধ বাঁধ নির্মাণকারীদের ডেকে আগামী সাত দিনের মধ্যে বাঁধ কেটে দিয়ে খালের পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশনা প্রদান করেন তিনি।

inbound353300639498683230-300x225 নিউজ প্রকাশের পর সরকারী খালে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন

এর আগে নাম প্রকাশের অনিচ্ছুক) স্থানীয় কৃষকদের থেকে অভিযোগ পাওয়া যায়, প্রবাহমান ঐ খাঁলটি অবৈধ ভাবে একাধিক বাঁধ দিয়ে যাতায়াতের রাস্তা তৈরি করে বাড়ি নির্মাণ করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ফলে খাঁলের স্বাভাবিক প্রানি প্রাবাহ বন্ধ হয়ে যায়। এতে চরম ঝুঁকিতে পড়ার সম্ভাবনা দেখা দেয় স্থানীয় কৃষকদের আবাদকৃত ফসল।

কৃষকরা আরো বলেন, অবৈধভাবে বাঁধ দেয়ার কারনে খালের এক প্রান্তের পানি অপরপ্রান্তে যেতে পারেনা ফলে খালটি শুকিয়ে গেছে। দ্রুত বাঁধ কেটে না দিলে ভবিষ্যতে এই এলাকার কৃষি অনেক ঝুঁকিতে পড়বে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, আমরা দেখেছি খালের উপরে অবৈধভাবে দুটি বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাঁধ কেটে দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ