Loading Now

প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেল সেই তিন প্রতিবন্ধী বোন

print-news প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেল সেই তিন প্রতিবন্ধী বোন

inbound254356756852151095-300x204 প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেল সেই তিন প্রতিবন্ধী বোন

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

মানবেতর জীবনযাপন করছেন মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী বোন, চান বেঁচে থাকার সহায়তা।
মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে মানবিক একটি প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেলেন ওই প্রতিবন্ধী পরিবার।

inbound6541214287898067302-300x169 প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেল সেই তিন প্রতিবন্ধী বোন

কালকিনি উপজেলার কৃতি সন্তান দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুদ হাওলাদারের একটি প্রতিনিধি দল ওই তিন প্রতিবন্ধী বোনের বাড়ীতে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌছে দেন।

আজ শনিবার (১১জানুয়ারী) সকালে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, কালকিনি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মাইটিভি, কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত, কবির বেপারি শামীম বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

inbound769783664001866064-300x169 প্রতিবেদন প্রচারের পর মানবিক সহায়তা পেল সেই তিন প্রতিবন্ধী বোন

এ সময় এই মানবিক সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ওই দিন প্রতিবন্ধী বোন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একদিনের মধ্যেই বাকি দুই প্রতিবন্ধী বোনের প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়।

এসময় এরকম মানবিক প্রতিবেদন প্রচারের জন্য মাইটিভি ও সকল গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধি, ভুক্তভোগী ও এলাকার সাধারণ জনগণ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ