Loading Now

পুনরুজ্জীবিত হলো গৌরনদী প্রেসক্লাব

print-news পুনরুজ্জীবিত হলো গৌরনদী প্রেসক্লাব

 

 

  • *নবনির্বাচিত আহবায়ক কমিটির প্রথম সভা
  • *চারটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা

 

রিপোর্ট – আরিফিন রিয়াদ :

বরিশালের গৌরনদী উপজেলার চারটি সাংবাদিক সংগঠণকে বিলুপ্ত ঘোষণা করে গৌরনদী প্রেসক্লাবের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়েছেন ওই সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এবং একইসাথে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির নবনির্বাচিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েকদফা বৈঠক শেষে রোববার রাতে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে প্যানেল আহবায়ক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয় এবং গৌরনদী প্রেসক্লাবের পূর্বের কমিটি ও চারটি সংগঠন যথাক্রমে উপজেলা প্রেসক্লাব, দুইটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বৈঠকে ঐক্য প্রক্রিয়ার সমন্ময়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং সর্বশেষ জহুরুল ইসলাম জহির তিন মাস আহবায়কের দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয় এবং এই আহবায়কগন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এ সময়ের মধ্যে ⁠গঠণতন্ত্র পুর্ণগঠন, অতীতের সব নেতিবাচক আলোচনা বাদ রাখতে কঠোরতা চর্চা, ⁠স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ⁠সাধারণ সভার আহবান, ⁠নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তকরন করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠণ করবেন বলে জানা যায়।

একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক, খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব ও মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ¦ মো. জামাল উদ্দিন এবং খোকন আহম্মেদ হীরাকে সদস্য করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়।

উল্লেখ্য, সভার সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ