Loading Now

বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, স্বামী ঝুলছিল আড়ায়

print-news বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, স্বামী ঝুলছিল আড়ায়

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মরদেহ বিছানায় এবং স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

 

শনিবার দিবাগত রাত আড়াইটায় কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)। তারা স্বামী-স্ত্রী ওই এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

মৃতের ছেলে রাব্বি বলেন, গত এক বছর আগে আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। তারা উভয়ে কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় আমার নানার বাসায় থাকত। আমি জেলার কাপাসিয়া উপজেলায় বাসা ভাড়া থেকে রিকশা চালাই। শনিবার রাত ১২টার পর আমার মা ফোন করে ৫০০ টাকা চায়। আমি সকালে দেব বললে ফোন কেটে দেয়। রোববার সকালে প্রতিবেশীরা ফোন করে বলে তোমার বাবা ও মা আত্মহত্যা করেছেন। কাপাসিয়া থেকে বাড়িতে এসে দেখি মায়ের মরদেহ বিছানায় পড়ে আছে বাবার মরদেহ ধন্নার সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনে হয় এ ঘটনা ঘটায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন বলেন, সকাল ৮টার সময় খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ