Loading Now

কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে ৮জনকে কুপিয়ে জখম

print-news কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে ৮জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার বিকেলে কালকিনি পৌরসভার চরবিভাগদী এলাকায এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে। হামলায় জসিম উদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী বেপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার, ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাতো ভাই ইমরান বেপারী, ইমদাদ হাওলাদারসহ ৮জন আহত হয়।

স্থানীয়রা জানায়, চরবিভাগদী গ্রামের জসিম উদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য ভাড়া দেয় পাশের বিপ্লব বেপারীর কাছে। চুক্তি মোতাবেক তিন বছর শেষে বিল্পব অগ্রিম ৫০০০০ টাকা নিয়ে দোকানঘর মালিকদের বুঝিয়ে দেন। সম্প্রতি জসিম উদ্দিন ও তার ভাইয়ের কাছে আরো ৫০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বিল্পব। শনিবার দুপুরে নিজবাড়ি থেকে ওয়াসিম মোটরসাইকেলযোগে ভুরঘাটা যাবার পথে কালকিনি থানার মোড়ে বিপ্লব ওয়াসিমের গতিরোধ করে। এরপর দুইজনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা বিপ্লব ও ওয়াসিমকে শান্ত করলে দুইজনেই বাড়িতে চলে যায়। পরে বিকেলে বিল্পব লোকজন নিয়ে ওয়াসিম ও তার পরিবারের উপর হামলা চালায়। এ সময় ৩ জনকে কুপিয়ে জখম করা হয়। এবং পাঁচজনকে পিটিয়ে আহত করে। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে পুলিশ।

এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছেন মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ